menu-iconlogo
huatong
huatong
atif-ahmed-niloy-bondhur-gaye-benarosi-cover-image

Bondhur Gaye Benarosi

Atif Ahmed Niloyhuatong
nimjayhuatong
歌詞
収録
বন্ধুর গায়ে বেনারসি, আমার গায়ে কাফন

বন্ধু যায় রে পরের বাড়ি, আমার হয় রে দাফন

বন্ধুর গায়ে বেনারসি, আমার গায়ে কাফন

বন্ধু যায় রে পরের বাড়ি, আমার হয় রে দাফন

একটি বারও এসে তুই দেখলি না আমায়

ঘুমিয়ে আছি কত সুখে মাটির বিছানায়

বন্ধুর গায়ে বেনারসি, আমার গায়ে কাফন

বন্ধু যায় রে পরের বাড়ি, আমার হয় রে দাফন

বন্ধু রে, ও বন্ধু রে, তুই জড়াইলি কার মায়াতে?

আর হবে না দেখা, বন্ধু, তোরই সাথে

বন্ধু রে, ও বন্ধু রে, তুই জড়াইলি কার মায়াতে?

আর হবে না দেখা, বন্ধু, তোরই সাথে

জানাজা শেষে সকলে আমায় শোয়াবে মাটির ঘরে

থাকবি রে তুই, বন্ধু, তখন মিষ্টি মধুর বাসরে

জানাজা শেষে সকলে আমায় শোয়াবে মাটির ঘরে

থাকবি রে তুই, বন্ধু, তখন মিষ্টি মধুর বাসরে

একটি বারও এসে তুই দেখলি না আমায়

ঘুমিয়ে আছি কত সুখে মাটির বিছানায়

বন্ধুর গায়ে বেনারসি, আমার গায়ে কাফন

বন্ধু যায় রে পরের বাড়ি, আমার হয় রে দাফন

যদি মাটি আমায় প্রশ্ন করে, কী দেবো তার জবাব?

বলবো কি তোর মনে ছিল ভালোবাসার অভাব?

যদি মাটি আমায় প্রশ্ন করে, কী দেবো তার জবাব?

বলবো কি তোর মনে ছিল ভালোবাসার অভাব?

একটি বারও এসে তুই দেখলি না আমায়

ঘুমিয়ে আছি কত সুখে মাটির বিছানায়

বন্ধুর গায়ে বেনারসি, আমার গায়ে কাফন

বন্ধু যায় রে পরের বাড়ি, আমার হয় রে দাফন

Atif Ahmed Niloyの他の作品

総て見るlogo

あなたにおすすめ