menu-iconlogo
huatong
huatong
avatar

Pirite korlo eki hal

Babu Baparyihuatong
ron_masonhuatong
歌詞
レコーディング
পিরিতে করলো এ কী হাল

সমাজে কইরা দিছে কাল

পিরিতে করলো এ কী হাল

সমাজে কই~রা. দিছে কাল

কী যে ব্যথা দিয়া গেলি বলা যায় না মু~খে~

বড় নিঃস্ব কইরা গেলি রে তুই পাগল বলে লোকে

বড় নিঃস্ব কইরা গে~লি রে তুই পাগল বলে লো.কে..

কী ছিল মোর অপরাধ

সে যে বইলা গেল না

এত ভালোবাসলাম তবু দিল্ দিলো না

কী ছিল মোর অপরাধ

সে যে বইলা গেল না

এতো ভালোবাসলাম তবু দিল্ দিলো না

ছটফটাইয়া একাই কাঁদি দুঃখ লইয়া বু~কে~

বড় নিঃস্ব কইরা গেলি রে তুই পাগল বলে লোকে

বড় নিঃস্ব কইরা গে~লি রে তুই পাগল বলে লো.কে..

কী করি নাই তোর লাগি

একবার নিজের মুখে বল্

বিনিময়ে দিয়া গেলি চো.খভরা জল

কী করি নাই তো.র লাগি

একবার নিজের মুখে বল্

বিনিময়ে দিয়া গেলি চো.খভরা জল

আমার চেয়ে বেশি ভালো বাসবে তোরে কে~

বড় নিঃস্ব কইরা গেলি রে তুই পাগল বলে লোকে

বড় নিঃস্ব কইরা গে~লি রে তুই পাগল বলে লোকে

পিরিতে করলো এ কী হাল

সমাজে কইরা দিছে কাল

পিরিতে করলো এ কী হাল

সমাজে কই~রা. দিছে কাল

কী যে ব্যথা দিয়া গেলি বলা যায় না মু~খে~

বড় নিঃস্ব কইরা গেলি রে তুই পাগল বলে লোকে

বড় নিঃস্ব কইরা গে~লি রে তুই পাগল বলে লো.কে..

Babu Baparyiの他の作品

総て見るlogo

あなたにおすすめ