menu-iconlogo
huatong
huatong
avatar

কাল সারারাত ছিল Kal Sara Raat Chilo

Baby Nazninhuatong
norman.mcgillishuatong
歌詞
収録
কাল সারারাত ছিলো স্বপনেরও রাত

কাল সারারাত ছিলো স্বপনেরও রাত

স্মৃতির আকাশে যেন বহুদিন পর

মেঘ ভেঙ্গে উঠেছিলো পূর্ণিমা চাঁদ

কাল সারারাত ছিলো স্বপনেরও রাত

কাল সারারাত ছিলো স্বপনেরও রাত

Music

CFS

ঘুম ছিলো না দুটি চোখের পাতায়

মন ছিলো তন্ময় কথায় কথায়

ঘুম ছিলো না দুটি চোখের পাতায়

মন ছিলো তন্ময় কথায় কথায়

চাঁদ মুখে চাঁদ দেখে কেটে গেলো রাত

কাল সারারাত ছিলো স্বপনেরও রাত

স্মৃতির আকাশে যেন বহুদিন পর

মেঘ ভেঙ্গে উঠেছিলো পূর্ণিমা চাঁদ

কাল সারারাত ছিলো স্বপনেরও রাত

ঝড় ছিলো না ভীরু স্বজন হাওয়ায়

সুখ ছিলো সারাক্ষন চাওয়া পাওয়ায়

ঝড় ছিলো না ভীরু স্বজন হাওয়ায়

সুখ ছিলো সারাক্ষন চাওয়া পাওয়ায়

সাথী হয়ে কেউ ছিলো হাতে রেখে হাত

কাল সারারাত ছিলো স্বপনেরও রাত

কাল সারারাত ছিলো স্বপনেরও রাত

স্মৃতির আকাশে যেন বহুদিন পর

মেঘ ভেঙ্গে উঠেছিলো পূর্ণিমা চাঁদ

কাল সারারাত ছিলো স্বপনেরও রাত

কাল সারারাত ছিলো স্বপনেরও রাত

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Baby Nazninの他の作品

総て見るlogo

あなたにおすすめ