menu-iconlogo
huatong
huatong
avatar

Tomar Jonno

Balamhuatong
🍁Ahsan_GP🍁𝕾𝖆𝖒'𝖘🎶🇧🇩huatong
歌詞
レコーディング
Uploaded by: Ahsan_Sam

1.03

তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল

উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল

তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল

উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল

তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল

তবু ভালবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা

তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল

উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল

Instrumental (Ahsan_SaM)

Na......na...na na na.......na na....

তোমার জন্য মরুর বুকে আবেশ ছড়াবে সবুজ

তোমার জন্য শান্ত নদীটা হয়ে যাবে আরো অবুঝ

তোমার জন্য মরুর বুকে আবেশ ছড়াবে সবুজ

তোমার জন্য শান্ত নদীটা হয়ে যাবে আরো অবুঝ

তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল

তবু ভালবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা

তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল

উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল

Instrumental (Ahsan_SaM)

তোমার জন্য রাতের মহাকাল হাজার তারা ঝিকমিক

দস্যু ছেলেটা পথ হারিয়ে হাটবে দ্বিকবিদ্বিক

তোমার জন্য রাতের মহাকাল হাজার তারা ঝিকমিক

দস্যু ছেলেটা পথ হারিয়ে হাটবে দ্বিকবিদ্বিক

তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল

তবু ভালবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা

তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে স্বপ্নীল

উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল

Uploaded by: Ahsan_Sam

Balamの他の作品

総て見るlogo

あなたにおすすめ

Tomar Jonno by Balam - 歌詞&カバー