menu-iconlogo
huatong
huatong
bappafahmida-nishsho-keno-lage-cover-image

NISHSHO KENO LAGE || নিঃস্ব কেন লাগে

Bappa/Fahmidahuatong
Listener____🎧huatong
歌詞
収録
নিঃস্ব কেন লাগে

Bappa / Fahmida

Uploaded for Dipannita

*************

**********

তোমায় ছাড়া দিনে রাতে

নিঃস্ব কেন লাগে

এই অনুভব হইনি তো আর

তোমায় চেনার আগে

তোমায় ছাড়া দিনে রাতে

নিঃস্ব কেন লাগে

এই অনুভব হইনি তো আর

তোমায় চেনার আগে

কিছু আমার নেই বলে তো

তোমার কড়া নাড়ি

তোমায় পাব এমন আশা

কি করে ছাড়ি

তোমায় ছাড়া দিনে রাতে

নিঃস্ব কেন লাগে

এই অনুভব হইনি তো আর

তোমায় চেনার আগে

****************

Uploaded for Dipannita

***********

এই সে দিনও চাইনি নিতে

নিঃস্ব হওয়ার ঝুঁকি

এখন আমি সকাল বিকেল

নিঃস্ব হয়েও সুখী

এই সে দিনও চাইনি নিতে

নিঃস্ব হওয়ার ঝুঁকি

এখন আমি সকাল বিকেল

নিঃস্ব হয়েও সুখী

তোমায় আমি সব দিয়ে যে

উজাড় হতে পারি

তোমায় পাব এমন আশা

কি করে ছাড়ি

***************

Uploaded for Dipannita

**************

আশা যদি দেই ছেড়ে আজ

কি বা থাকে বলার

হৃদয় আছে বলে না এ

দু-চোখ ছলছল

আসা যদি দেই ছেরে আজ

কি বা থাকে বলার

হৃদয় আছে বলে না এ

দু-চোখ ছলছল

বুকপাজরে আগলে রেখে

তোমার কড়া নাড়ে

তোমায় পাব এমন আশা

কি করে ছাড়ি

তোমায় ছাড়া দিনে রাতে

নিঃস্ব কেন লাগে

এই অনুভব হইনি তো আর

তোমায় চেনার আগে

এই অনুভব হইনি তো আর

তোমায় চেনার আগে

------ধন্যবাদ------

Bappa/Fahmidaの他の作品

総て見るlogo

あなたにおすすめ