menu-iconlogo
huatong
huatong
avatar

তীর হারা এই ঢেউয়ের সাগর Tir Hara Ei Dheuer

Bappa Mazumderhuatong
monkey01_starhuatong
歌詞
レコーディング
পাড়ি দেবো রে।

তীর হারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দেবো রে।

আমরা ক’জন নবীন মাঝি

হাল ধরেছি,

শক্ত করে রে।

তীর হারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দেবো রে।

তীর হারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দেবো রে।

প্রাণের মায়া সাঙ্গ করে,

জীবনের স্বাদ নাহি পাই।।

ও ও ও ও ও ও ও ও ও ও ও ও

জীবন কাটে যুদ্ধ করে ,

প্রাণের মায়া সাঙ্গ করে,

জীবনের স্বাদ নাহি পাই।।

ঘরবাড়ির ঠিকানা নাই,

দিন রাত্রি জানা নাই,

চলার সীমানা সঠিক নাই।

এ তরী বাইতে হবে,

আমি যে সাগর মাঝি রে...।

তীর হারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দেবো রে।

তীর হারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দেবো রে।

জীবনের রঙে মনকে টানে না,

ফুলের ওই গন্ধ কেমন জানিনা, জানিনা,

জোছনার দৃশ্য চোখে পড়ে না,না না না না

তারাও তো ভুলে কভু ডাকে না।

জীবনের রঙে মনকে টানে না।

বৈশাখের ওই রুদ্র ঝড়ে,

আকাশ যখন ভেঙ্গে পড়ে’

ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়।

ও ও ও ও ও ও ও ও ও ও ও ও

বৈশাখের ওই রুদ্র ঝড়ে,

আকাশ যখন ভেঙ্গে পড়ে’

ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়।

হঠাত কে যে শঙ্খ শোনায়,

দেখি ওই ভোরের পাখি গায়।

তবু তরী বাইতে হবে ,

খেয়া পাড়ি দিতেই হবে,

যতই ঝড় উঠুক সাগরে।

তীর হারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দেবো রে।

তীর হারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দেবো রে।

হাল ধরেছি,

শক্ত করে রে।

তীর হারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দেবো রে।

তীর হারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দেবো রে..................।

তীর হারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দেবো রে.................

তীর হারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দেবো রে.................

তীর হারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দেবো রে.................

তীর হারা এই ঢেউয়ের সাগর

পাড়ি দেবো রে.................

Bappa Mazumderの他の作品

総て見るlogo

あなたにおすすめ