menu-iconlogo
logo

Bhalobeshei Mori

logo
歌詞
ভালোবেসে দিনে-রাতে

দুঃখের ছড়াছড়ি

একদিন তো মরে যাবো

ভালোবেসে মরি

ভালোবেসে দিনে-রাতে

দুঃখের ছড়াছড়ি

একদিন তো মরে যাবো

ভালোবেসে মরি

ভালোবেসে মরি

ভালোবেসে মরি

ভালোবেসে মরি

ভালোবেসে মরি

ভালোবেসে দিনে-রাতে

দুঃখের ছড়াছড়ি

একদিন তো মরে যাব

ভালোবেসে মরি

তোমায় ছাড়া এই যে আমি

খুব কি ভালো আছি

অল্প সময় থাকি বেঁচে

তোমার কাছাকাছি

তোমায় ছাড়া এই যে আমি

খুব কি ভালো আছি

অল্প সময় থাকি বেঁচে

তোমার কাছাকাছি

ভালোবেসে মরি

ভালোবেসে মরি

ভালোবেসে মরি

ভালোবেসে মরি

ভালোবেসে দিনে-রাতে

দুঃখের ছড়াছড়ি

একদিন তো মরে যাবো

ভালোবেসে মরি

প্রতিদিন কেন এতো

হারোনোর ভয় ঢালো

যদি না পাই পুরোপুরি

মরে যাওয়া ভালো

প্রতিদিন কেন এত

হারোনোর ভয় ঢালো

যদি না পাই পুরোপুরি

মরে যাওয়া ভালো

ভালোবেসে মরি

ভালোবেসে মরি

ভালোবেসে মরি

ভালোবেসে মরি

ভালোবেসে দিনে-রাতে

দুঃখের ছড়াছড়ি

একদিন তো মরে যাবো

ভালোবেসে মরি

Bhalobeshei Mori by Bappa Mazumder - 歌詞&カバー