menu-iconlogo
logo

Tomake lagche vari chena(bengali)

logo
avatar
bappi dalogo
💫💦𝕊𝔸ℕ𝕁𝔸𝕐💫ℙ𝔸𝕋ℍ𝔸𝕂💦💫logo
アプリ内で歌う
歌詞
M:- তোমাকে লাগছে ভারী চেনা

কোথায় যেন তোমায় দেখেছি

***********

তোমাকে লাগছে ভারী চেনা

কোথায় যেন তোমায় দেখেছি

তোমার ওই মিষ্টি মুখের হাসি

আমি যেন কোথায় এঁকেছি

F:- তোমাকে লাগছে ভারী জানা

কোথায় যেন কাছে থেকেছি

**********

তোমাকে লাগছে ভারী জানা

কোথায় যেন কাছে থেকেছি

তোমার ওই মিষ্টি মুখের ছবি

স্বপ্নে আমি তুলে রেখেছি

M:- তোমাকে লাগছে ভারী চেনা

কোথায় যেন তোমায় দেখেছি

F:- না না কোথায় যেন কাছে থেকেছি

***********

F:- নীলাকাশে ছড়িয়ে পড়ে

ওই যে রোদের সোনা

ওর সাথে যে তোমার আমার

অনেক জানাশোনা

M:- রামধনুকের সাতটি সে রঙ

আমরা দু'জন মেখেছি

F:- তোমাকে লাগছে ভারী জানা

কোথায় যেন কাছে থেকেছি

M:- কোথায় যেন তোমায় দেখেছি

***********

M:- মনে যে হয় ফুলের চেয়ে

তুমি বেশি সুন্দর

F:- আমায় তুমি নাও কাছে নাও

আর তো ভেবো না পর

বোঝো না কি তোমায় আমি

অনেক নামেই ডেকেছি

M:- তোমাকে লাগছে ভারী চেনা

কোথায় যেন তোমায় দেখেছি

F:- না না না কোথায় যেন কাছে থেকেছি

***********

M:-.তাই কি এমন শুভদিনের

মধুর অনুরাগে

F:- তোমার কাছে (আ), থাকতে আমার (উম)

এত ভালো লাগে

F+M:- আগের মতই কিসের নেশায়

আমরা দুচোখ ঢেকেছি

F;- তোমাকে লাগছে ভারী জানা

কোথায় যেন কাছে থেকেছি

M:- তোমার ওই মিষ্টি মুখের হাসি

আমি যেন কোথায় এঁকেছি

F:- তোমাকে লাগছে ভারী জানা

কোথায় যেন কাছে থেকেছি

M:- উ কোথায় যেন,তোমায় দেখেছি

F:- না না না কোথায় যেন কাছে থেকেছি

Tomake lagche vari chena(bengali) by bappi da - 歌詞&カバー