menu-iconlogo
huatong
huatong
avatar

আমার গায়ে যত দুখ সয়

Bari Siddiquihuatong
mrkt_starhuatong
歌詞
レコーディング
আমার গায়ে যতো দুঃখ সয়

আমার গায়ে যতো দুঃখ সয়

বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়

আমার গায়ে যতো দুঃখ সয়

বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়

নিঠুর বন্ধু রে ......

বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে

সাক্ষী কেউ ছিলনা সে সনয় ও বন্ধুরে

সাক্ষী শুধু চন্দ্র তারা

এক দিন তুমি পড়বে ধরা রে বন্ধু

ত্রিভুবনের বিচার যেদিন হয় হয়রে বন্ধু

ত্রিভুবনের বিচার যেদিন হয়

বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়

নিঠুর বন্ধু রে ......

দুঃখ দিয়া হিয়ার ভিতর

একদিনও না নিলা খবর

এইকি তোমার প্রেমের পরিচয়,ও..বন্ধুরে

মিছা মিছি আশা দিয়া

কেন বা প্রেম ধিখাইলা রে বন্ধু

দূরে থাকা উচিত কি আর হয়, হয় রে বন্ধু

দূরে থাকা উচিত কি আর হয়

বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়

নিঠুর বন্ধু রে ......

বিচ্ছেদের বাজারে গিয়া,

তোমার প্রেম বিকি দিয়া

করব না প্রেম আর যদি কেউ কয়, ও বন্ধুরে

পাষান বন্ধুরে......

বিচ্ছেদের বাজারে গিয়া,

তোমার প্রেম বিকি দিয়া

করব না প্রেম আর যদি কেউ কয়, ও বন্ধুরে

উকিলের হয়েছে জানা...

উকিলের হয়েছে জানা,

কেবলি চোরের কারখানা রে বন্ধু

চোরে চোরে বেয়াই ও্যালা হয়, হয় রে বন্ধু

চোরে চোরে বেয়াই ও্যালা হয়

বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়

আমার গায়ে যতো দুঃখ সয়

বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়

বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়

Bari Siddiquiの他の作品

総て見るlogo

あなたにおすすめ

আমার গায়ে যত দুখ সয় by Bari Siddiqui - 歌詞&カバー