ছায়ার আড়ালে অন্য ছায়া
দৃষ্টির আড়ালে মিলিয়ে যায়
সময় এখানে থমকে দাঁড়ায়
নিথর মানুষের ক্রন্দনে হায়
বাতাস ভারী হচ্ছে গুমোট হাহাকারে
মৃত্যুর মিছিল আসছে ভেসে
কেউ শীতের রাতে ফুটপাতে আগুন জ্বালে
একটু আঁচের আশায়
আর কেউ অভিজাত রেস্টুরেন্টে
মত্ত শিশায়
কেউ খুঁজছে খাবার ডাস্টবিনে
শিশু খোঁজে মায়ের শুকনো বুকে
ওপাশ মেতেছে অশ্লিল উৎসবে
আর কেউ ভুগছে নিরব দুর্ভিক্ষে
জীবন এখানে বড় তুচ্ছ
উড়ছে রঙ্গিন ডানায় দ্রব্যমূল্য
বাতাস ভারী হচ্ছে গুমোট হাহাকারে
মৃত্যুর মিছিল আসছে ভেসে
কেউ শীতের রাতে ফুটপাতে আগুন জ্বালে
একটু আঁচের আশায়
আর কেউ অভিজাত রেস্টুরেন্টে
মত্ত শিশায়
কেউ খুঁজছে খাবার ডাস্টবিনে
শিশু খোঁজে মায়ের শুকনো বুকে
ওপাশ মেতেছে অশ্লিল উৎসবে
আর কেউ ভুগছে নিরব দুর্ভিক্ষে
কেউ শীতের রাতে ফুটপাতে আগুন জ্বালে
একটু আঁচের আশায়
আর কেউ অভিজাত রেস্টুরেন্টে
মত্ত শিশায়
কেউ খুঁজছে খাবার ডাস্টবিনে
শিশু খোঁজে মায়ের শুকনো বুকে
ওপাশ মেতেছে অশ্লিল উৎসবে
আর কেউ ভুগছে নিরব দুর্ভিক্ষে