menu-iconlogo
huatong
huatong
avatar

Tomar Sure Sur Bendhechhi

bengali songhuatong
milly_mufohuatong
歌詞
収録
তোমার সুরে সুর বেধেছি

তোমার সুরে সুর বেধেছি

মনে কি গো পড়ে সেই দিনের কথা

তারা ভরা রাতে, চাঁদ ছিল

রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে

তোমার সুরে সুর বেধেছি

মনে কি গো পড়ে সেই দিনের কথা

তারা ভরা রাতে, চাঁদ ছিল

রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে

তোমার সুরে সুর বেধেছি

FOLLOW BIPUL melodious

প্রথম দিনের সেই মিষ্টি কথা

হাসির আড়ালে ছিল অজানা ব্যথা

প্রথম দিনের সেই মিষ্টি কথা

হাসির আড়ালে ছিল অজানা ব্যথা

ব্যথার আড়ালে ঢাকা সুখেরই কান্না

দুটি আখি পাতে কেঁপেছিল

রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে

তোমার সুরে সুর বেধেছি

FOLLOW BIPUL melodious

এখনো দুচোখে রয়েছে লেগে

মৃদু সে আলোর শিখা রয়েছে জেগে

এখনো দুচোখে রয়েছে লেগে

মৃদু সে আলোর শিখা রয়েছে জেগে

যখনি হৃদয় চায় দেখি যে আমি

হৃদয় কি আলো জ্বেলেছিল

রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে

তোমার সুরে সুর বেধেছি

মনে কি গো পড়ে সেই দিনের কথা

তারা ভরা রাতে, চাঁদ ছিল

রজনীগন্ধা ফুটে ছিল যে রাতে

তোমার সুরে সুর বেধেছি

bengali songの他の作品

総て見るlogo

あなたにおすすめ