menu-iconlogo
huatong
huatong
bilal-khan-pakhi-cover-image

Pakhi

Bilal Khanhuatong
mrlocoboy956huatong
歌詞
収録
মনের ঘরে বসত করে ছোট্ট একটা পাখি

সেই পাখিরে যতন করে মনেই বেঁধে রাখি

উড়াল পাখি করে আমায় বড়ো জ্বালাতন

সেই জ্বালাতে ধিকি ধিকি জ্বলি সারাক্ষণ

সুযোগ পেলেই চতুর পাখি উড়াল দিতে চায়

মনটা আমার খাঁ খাঁ করে ভীষণ যাতনায়

ও পাখি পাখি রে, তোরে শুধু ডাকি রে

রোদে রাঙা ভোর, নিশি ঘনঘোর তোরই ছবি আঁকি রে

ও পাখি পাখি রে, তোরে শুধু ডাকি রে

রোদে রাঙা ভোর, নিশি ঘনঘোর তোরই ছবি আঁকি রে

পাখির সাথে কল্পনাতে সাজাই ভাবের ঘর

ঘর চেনে না পাষাণ পাখি, ভীষণ স্বার্থপর

এই কাছে রয়, এই দূরে রয়, বদল করে রুপ

সকল কথা বলে পাখি, আমায় বলে, "চুপ"

উড়াল পাখি করে আমায় বড়োই জ্বালাতন

সেই জ্বালাতে ধিকি ধিকি জ্বলি সারাক্ষন

সুযোগ পেলেই চতুর পাখি উড়াল দিতে চায়

মনটা আমার খাঁ খাঁ করে ভীষণ যাতনায়

ও পাখি পাখি রে, তোরে শুধু ডাকি রে

রোদে রাঙা ভোর, নিশি ঘনঘোর তোরই ছবি আঁকি রে

ও পাখি পাখি রে, তোরে শুধু ডাকি রে

রোদে রাঙা ভোর, নিশি ঘনঘোর তোরই ছবি আঁকি রে

যতই সাধি দুধ-কলা, পাখি খোঁজে বন

দমে দমে তারই জপি, হয় না তো আপন

এত মায়া, আদর-ছায়া, এত সুখের পণ

বুঝেও পাখি অবুঝ থাকে, জানি না কারণ

উড়াল পাখি করে আমায় বড়ো জ্বালাতন

সেই জ্বালাতে ধিকি ধিকি জ্বলি সারাক্ষণ

সুযোগ পেলেই চতুর পাখি উড়াল দিতে চায়

মনটা আমার খাঁ খাঁ করে ভীষণ যাতনায়

ও পাখি পাখি রে, তোরে শুধু ডাকি রে

রোদে রাঙা ভোর, নিশি ঘনঘোর তোরই ছবি আঁকি রে

ও পাখি পাখি রে, তোরে শুধু ডাকি রে

রোদে রাঙা ভোর, নিশি ঘনঘোর তোরই ছবি আঁকি রে

ও পাখি পাখি রে, তোরে শুধু ডাকি রে

রোদে রাঙা ভোর, নিশি ঘনঘোর তোরই ছবি আঁকি রে

Bilal Khanの他の作品

総て見るlogo

あなたにおすすめ