menu-iconlogo
logo

Buri Hoilam Tor Karone

logo
歌詞
তোর পিরিতে এত জ্বালা, সোনার অঙ্গ হইলো কালা

তোর পিরিতে এত জ্বালা, সোনার অঙ্গ হইলো কালা

এক জীবনে পাইলাম না সুখ, ভালো থাকি কেমনে?

পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে

পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে

মিষ্টিমধুর করে কত বুঝাইতে চাইলাম

কোনোদিনও আমার কথার দাম না পাইলাম

ও, মিষ্টিমধুর করে কত বুঝাইতে চাইলাম

কোনোদিনও আমার কথার দাম না পাইলাম

অবহেলা করলি শুধু, সয়ে গেলাম গোপনে

পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে

পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে

দৃষ্টি ভরে দেখি তোরে, ওরে জানেমন

সবাই জানে তুই যে আমার অন্তরের একখান

দৃষ্টি ভরে দেখি তোরে, ওরে জানেমন

সবাই জানে তুই যে আমার অন্তরের একখান

ও, তুই ছাড়া বল কে আছে মোর এই ছোট্ট জীবনে

পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে

পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে

তোর পিরিতে এত জ্বালা, সোনার অঙ্গ হইলো কালা

তোর পিরিতে এত জ্বালা, সোনার অঙ্গ হইলো কালা

এক জীবনে পাইলাম না সুখ, ভালো থাকি কেমনে?

পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে

পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে

পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে

পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে

Buri Hoilam Tor Karone by Bindu Kona/Ibrar Tipu - 歌詞&カバー