আর কত পোড়াবো অন্তর
কি ব্যথা দিয়ে গেলে বুকের ভেতর
আর কত পোড়াবো অন্তর
কি ব্যথা দিয়ে গেলে বুকের ভেতর
সইতেও পারিনা কইতেও পারিনা
কাঁদিতেও পারি না আগের মত
দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত আমার
দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত
আর কত পোড়াবো অন্তর
কি ব্যথা দিয়ে গেলে বুকের ভেতর
আমি বড় একা রে রাতের মত
ভালোবাসা এবুকে দিয়ে গেল ক্ষত রে দিয়ে গেল ক্ষত
ও..আমি বড় একা রে রাতের মত
ভালোবাসা এবুকে দিয়ে গেল ক্ষত রে দিয়ে গেল ক্ষত
সে তো আছে সুখে
শুধু এই বুকে দুঃখ থাকে অবিরত
দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত আমার
দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত
আর কত পোড়াব অন্তর
কি ব্যথা দিয়ে গেলে বুকের ভেতর
পৃথিবীতে আমি আজ বড় অসহায়
ভালবাসলেই বুঝি এমনই তো হয়রে এমনই তো হয়
ও...পৃথিবীতে আমি আজ বড় অসহায়
ভালবাসলেই বুঝি এমনই তো হয়রে এমনই তো হয়
সবকিছু হারিয়ে মৃত্যুর দুয়ারে
দাঁড়িয়ে আছি আমি এইতো...
দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত আমার
দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত
আর কত পোড়াবো অন্তর
কি ব্যথা দিয়ে গেলে বুকের ভেতর
আর কত পোড়াবো অন্তর
কি ব্যথা দিয়ে গেলে বুকের ভেতর
সইতেও পারিনা
কইতেও পারিনা
কাঁদিতেও পারিনা আগের মত
দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত আমার
দুই চোখে আর নাইরে অশ্রু ঝরে শুধু রক্ত
আর কত পোড়াবো অন্তর
কি ব্যথা দিয়ে গেলে বুকের ভেতর
দেখা হবে আবার নতুন করে নতুন কোনো গানে
ধন্যবাদ