menu-iconlogo
huatong
huatong
avatar

Jhap dibi to kothai

Biplobhuatong
Singer.Yeasin.2huatong
歌詞
収録
ঝাপ দিবি তো কোথায় দিবি

ঝাপ দিবি তো কোথায় দিবি আগুনে না পানিতে

ঝাপ দিবি তো কোথায় দিবি আগুনে না পানিতে

কার কথাতে লাড়িচাড়ি কার কথাতে লরি চরি

কার কথাতে লাড়িচাড়ি কার কথাতেই লড়িচড়ি

আয়না খুঁজি তারে যাবি কে

আয়না খুঁজি তারে যাবি কে হে

আয়না খুঁজি তারে যাবি কে

ঝাপ দিবি তো কোথায় দিবি আগুনে না পানিতে

ঝাপ দিবি তো কোথায় দিবি আগুনে না পানিতে

কার কথাতে লাড়িচাড়ি কার কথাতেই লড়িচড়ি

কার কথাতে লাড়িচাড়ি কার কথাতে লরি চরি

আয়না খুঁজি তারে যাবি কে

আয়না খুঁজি তারে যাবি কে হে

আয়না খুঁজি তারে যাবি কে

দূরের মানুষ দূরে থুইয়া কাছের মানুষ বুকে লইয়া ঘুম ধরে না রে আমার ঘুম ধরে না রে

কার হুকুমে শেষ ঘুমামু ধরনা তারে

ও মনা ধর না তারে

দূরের মানুষ দূরে থুইয়া কাছের মানুষ বুকে লইয়া ঘুম ধরে না রে আমার ঘুম ধরে না রে

কার হুকুমে শেষ ঘুমামু ধরনা তারে

ও মনা ধরনা কারে

ঘুম দিবি তো কোথায় দিবি এপারে না ওপারে

ঘুম দিবি তো কোথায় দিবি এপারে না ওপারে

কার কথাতে লাড়িচাড়ি কার কথাতে লড়িচড়ি

কার কথাতে লাড়িচাড়ি কার কথাতে লড়িচড়ি

আয়না খুঁজি তারে যাবি কে

আয়না খুঁজি তারে যাবি কে হে

আয়না খুঁজি তারে যাবি কে

সোনার মহল জবরদখল আর কত যে

অদল বদল করবি এপারে ও মনা করবি এপারে

ক্যাশ মেমো তে সেল দিবো কে গেলে ঐ পারে

ও মনা গেলে ওই পারে

সোনার মহল জবরদখল আর কত যে

অদল বদল করবি এপারে ও মনা করবি এপারে

ক্যাশ মেমো তে সিল দিব কে গেলে ঐ পারে

ও মনা গেলে ওই পারে

সিল দিবি তো কোথায় দিবি এপারে না ওপারে

সিল দিবি তো কোথায় দিবি এপারে না ওপারে

কার কথাতে লাড়িচাড়ি কার কথাতে লড়িচড়ি

কার কথাতে লাড়িচাড়ি কার কথাতে লড়িচড়ি

আয়না খুঁজি তারে যাবি কে

আয়না খুঁজি তারে যাবি কে হে

আয়না খুঁজি তারে যাবি কে

ঝাপ দিবি তো কোথায় দিবি আগুনে না পানিতে

ঝাপ দিবি তো কোথায় দিবি আগুনে না পানিতে

Biplobの他の作品

総て見るlogo

あなたにおすすめ