menu-iconlogo
huatong
huatong
avatar

Swapno Bonar Somoy Ekhon (From "Fatafati")

Chamok Hasanhuatong
retacooperhuatong
歌詞
収録
স্বপ্ন বোনার সময় এখন

ইচ্ছের লাল-নীল সুতোর টানে

স্বপ্ন বোনার সময় এখন

ইচ্ছের লাল-নীল সুতোর টানে

কল্পনার সুঁইয়ে সুতো পরালি

একটা নীল-কমলা ভাবনা খেলে যায়

গল্পটায় ডুবে থাকি সারাদিন

নিপুন হাতে কত ছবি এঁকে যাই

বেয়াড়া সুতো, আঙুলে গুঁতো

বেয়াড়া সুতো, আঙুলে গুঁতো

তবুও ছুতো খুঁজি কেন কে জানে

স্বপ্ন বোনার সময় এখন

ইচ্ছের লাল-নীল সুতোর টানে

রঙিন আশার রকমারি কাপড়ে

ঢেকে যায় বিষন্ন কালো মন

বাহারি নকশা কেটে আনমনে গড়ি

কত ধরণ কত গড়নের স্বপন

এরই মাঝে যদি একটা-দুটো সত্যি হয়ে যায়

ভালোলাগার আবেশে ভেসে দেখি অপলক মুগ্ধতায়

বেয়াড়া সুতো, আঙুলে গুঁতো

বেয়াড়া সুতো, আঙুলে গুঁতো

তবুও ছুতো খুঁজি কেন কে জানে

স্বপ্ন বোনার সময় এখন

ইচ্ছের লাল-নীল সুতোর টানে

স্বপ্ন বোনার সময় এখন

ইচ্ছের লাল-নীল সুতোর টানে

Chamok Hasanの他の作品

総て見るlogo

あなたにおすすめ