menu-iconlogo
huatong
huatong
avatar

Bokul Ful

Chanchal Chowdhuryhuatong
slim_daddy94huatong
歌詞
レコーディング
বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফুটে।

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফুটে।

যার সনে যার ভালোবাসা,

যার সনে যার ভালোবাসা,

সেইতো মজা লুটে।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

শাওন ভাদর মাসে

জামাই আদর করে।

শাওন ভাদর মাসে

জামাই আদর করে।

ইচ্ছে জামাই করবো আদর

দানাতো নাই ঘরে।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

আমার জামাই ধান বায়

হরিণডাঙার মাঠে।

আমার জামাই ধান বায়

হরিণডাঙার মাঠে।

সোনা দেহে ঘাম ঝরে

সোনা দেহে ঘাম ঝরে

দেইখা পরাণ ফাটে।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফুটে।

শালুক ফুলের লাজ নাই

রাইতে শালুক ফুটে।

যার সনে যার ভালোবাসা,

যার সনে যার ভালোবাসা,

সেইতো মজা লুটে।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

বকুল ফুল বকুল ফুল

সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।

Chanchal Chowdhuryの他の作品

総て見るlogo

あなたにおすすめ

Bokul Ful by Chanchal Chowdhury - 歌詞&カバー