menu-iconlogo
huatong
huatong
avatar

Tomar Ghore Boshot Kore

Dr. DazZhuatong
∘⋆❖✿◍𝐌🖤ᏬŇ◍✿❖⋆∘🇧🇩huatong
歌詞
レコーディング
তোমার ঘরে বাস করে কারা (ও মন জানো না)

তোমার ঘরে বসত করে কয় জনা (মন জানো না)

এক জনে ছবি আঁকে এক মনে (ও মন)

আরেকজনে বসে বসে রঙ মাখে (ও মন)

আবার সেই ছবিখান নষ্ট করে কোন জনা

একজনে সুর তোলে একতানে (ও মন)

আরেকজনে মন্দিরাতে তাল তোলে (ও মন)

আবার বেসুরা সুর ধরে দেখ কোন জনা

তোমার ঘরে বসত করে কয় জনা

রস খাইয়া হইয়া মাতাল

ওইদেখ হাতফস্কে যায় ঘোড়ার লাগাম

সেই লাগামখানা ধরে দেখ কোন জনা

Dr. DazZの他の作品

総て見るlogo

あなたにおすすめ