menu-iconlogo
huatong
huatong
ferdous-ara-chaya-hoye-tobu-cover-image

Chaya Hoye Tobu

Ferdous Arahuatong
reviouischuatong
歌詞
収録
কথা বলো না বলো, ওগো বন্ধু

ছায়া হয়ে তবু পাশে রইবো, ও ও ও

ছায়া হয়ে তবু পাশে রইবো

কথা বলো না বলো, ওগো বন্ধু

ছায়া হয়ে তবু পাশে রইবো, ও ও ও

ছায়া হয়ে তবু পাশে রইবো

আমি অভাগিনী, শুধু যে তোমারই

যতই ব্যথা দেবে সইবো

ছায়া হয়ে তবু পাশে রইবো, ও ও ও

ছায়া হয়ে তবু পাশে রইবো

দয়া করে গান করার শেষে কেউ

আন লাইক করবেন না।

আমি কাঁদি শুনে হাসে বিশ্ব

কাছে তুমি প্রিয়, তবু আমি নিঃস্ব

আমি কাঁদি শুনে হাসে বিশ্ব

কাছে তুমি প্রিয়, তবু আমি নিঃস্ব

কত বেদনা...

কত বেদনা সয়েছে হৃদয়

কেমনে তোমায় আমি কইবো

ছায়া হয়ে ওগো পাশে রইবো, ও ও ও

ছায়া হয়ে তবু পাশে রইবো

আন লাইক করবেন না।

কেন আমি অসহায়া জানি না

নিয়তির লেখা না না আমি মানি না

কেন আমি অসহায়া জানি না

নিয়তির লেখা না না আমি মানি না

মন বলে গো...

মন বলে গো জীবনে কভু

তোমারে শুধু আমি বইবো

ছায়া হয়ে ওগো পাশে রইবো, ও ও ও

ছায়া হয়ে তবু পাশে রইবো

আমি অভাগিনী, শুধু যে তোমারই

যতই ব্যথা দেবে সইবো

ছায়া হয়ে তবু পাশে রইবো, ও ও ও

ছায়া হয়ে তবু পাশে রইবো।

Ferdous Araの他の作品

総て見るlogo

あなたにおすすめ