menu-iconlogo
huatong
huatong
gamcha-polash-debor-vabi-exclusive-cover-image

Debor vabi exclusive

Gamcha Polashhuatong
100012110056huatong
歌詞
収録
,,,,,,অটুট বন্ধন ফ্যামিলি,,,,

,,আপলোডঃসাইফুল ইসলাম,,,

,,,,,,,দেবর ও ভাবীর গান,,,,

,,,,, শিল্পী গামছা পলাশ,,,,

মেয়েঃ তোমার ভাই বিদেশে চাকরি করে,

আমি একা ঘরে মরি গো ডরে,,

দোহাই দেওরা আমায় একটা,,

সখি আয়না দাওনা,,

তারে বলব দুঃখের কথা গো,,,

দেওড়া আমার কথা শোনে,না,,,,

তারে বলব দুঃখের কথা গো,,,

দেওড়া আমার কথা শোনে, না,,,,

ছেলেঃ কইছিলাম ভাবি তোমার কাছে,

আমার একটা লাইন আছে,,

আমার কথায় তুমি গো ভাবি

পাত্তাই তো দিলা,না,,,

এখন থাকো একলা ঘরে গো ভাবি,

তোমার কথা আমি শুনবো না,,,,

এখন থাকো একলা ঘরে গো ভাবি,

তোমার কথা আমি শুনবো না,,,,

,আপলোডঃ সাইফুল ইসলাম,,

, অটুট বন্ধন ফ্যামিলি,,,

মেয়েঃ বাপ ও মায়ে বিয়া দিয়া,

তোমার ভাইয়ের ঘরে থুইয়া,,

রইছে দূরের গায়,,

মাসে মাসে খবর আসে,,,

তোমার ভাই গো আইব দেশে,

কোন খবর নাই,,,,

ছেলেঃ তাইলে ভাইজান আইলে কইও গো ভাবি,

আমার বিয়ের পরোয়ানা,,

নইলে থাকবা একা ঘরে গো,আমার কানের কাছে,,

ঘ্যানঘ্যান করবা,,না,,,

মেয়েঃ দেওড়া হইয়া গেছে পাগলা গো,,,

কথা, কইবার আগে ওজন করে না,,,,

,,আপলোডঃ সাইফুল ইসলাম,,,,,,,

,,অটুট বন্ধন ফ্যামিলি,,,,,,,,

ছেলেঃ আমার এই কথা খান শোন ভাবি,

মাইনা নেও আমার দাবি,

ভাইরে বোঝাই কও,,,,,,

সুইটির লগে আমার লাইন,,,

ঘটক পাঠাও মাইনা আইন,,,

যদি ভালো চাও,,

মেয়েঃ আমি যাইমু দেওরা,সুইটির বাড়ি লইয়া,,

বিয়ার পাক্কা বায়না,,

কমু সুইটির কাছে যাইয়া গো,,

দেওরা তোমার প্রেমের দেওয়ানা,,

ছেলেঃ ভাবি কি কই,মু আর কথা গো,,,

কিইনা দিমু তোমায় হীরার হার গয়না,,

মেয়েঃ তোমার ভাই বিদেশে চাকরি করে,

আমি একা ঘরে মরি গো ডরে,,

দোহাই দেওরা আমায় একটা,,

সখি আয়না দাওনা,,

তারে বলব দুঃখের কথা গো,,,

দেওড়া আমার কথা শোনে,না,,,,

তারে বলব দুঃখের কথা গো,,,

দেওড়া আমার কথা শোনে, না,,,,

ছেলেঃ কইছিলাম ভাবি তোমার কাছে,

আমার একটা লাইন আছে,,

আমার কথায় তুমি গো ভাবি,

পাত্তাই তো দিলা,না,,,

এখন থাকো একলা ঘরে গো,ভাবি,

তোমার কথা আমি শুনবো না,,,,

মেয়েঃ দেওড়া হইয়া গেছে পাগলা গো,,,

কথা, কইবার আগে ওজন করে না,,,,

ছেলেঃ নইলে থাকবা একা ঘরে গো,আমার কানের কাছে

ঘ্যানঘ্যান করবা,,না,,

মেয়েঃ কমু সুইটির কাছে যাইয়া গো,,

দেওরা তোমার প্রেমের দেওয়ানা,,

ছেলেঃ ভাবি কি কই,মু আর কথা গো,,,

কিইনা দিমু তোমায় হীরার হার গয়না,,

মেয়েঃ তারে বলব দুঃখের কথা গো,,,

দেওড়া আমার কথা শোনে,না,,,,,,

,,,, ধন্যবাদ সবাইকে,,,,,

Gamcha Polashの他の作品

総て見るlogo

あなたにおすすめ