menu-iconlogo
huatong
huatong
avatar

Monta Katha Sonena

Goldie Sohelhuatong
nelsondj2003huatong
歌詞
収録
ও-ও-ও-ও-ওহ, আ-আহ আ-আহ

ও-ও-ও-ও-ওহ, আ-আহ আ-আহ

মন তো কথা শোনে না, তোর কাছে ছুটে আসে

তাইতো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে

মনটা কিছু বোঝে না, তোর খোঁজে রাত জাগে

তাইতো ঘুম আসে না, বড্ড একা লাগে

অগোছালো মন, শোনে না বারণ

তোকে ছাড়া ভাল্লাগে না

অগোছালো মন, শোনে না বারণ

তোকে ছাড়া ভাল্লাগে না

মন তো কথা শোনে না, তোর কাছে ছুটে আসে

তাইতো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে

আসা-যাওয়া, খুঁজে পাওয়া মন গোপনে

দুরুদুরু বুকে শুরু তোর কারণে

ওহ, আসা-যাওয়া, খুঁজে পাওয়া মন গোপনে

দুরুদুরু বুকে শুরু তোর কারণে

তোর নাম এই বুকে রাখব লিখে

তুই ছাড়া ভাল্লাগে না

মনটা কথা শোনে না, তোর কাছে ছুটে আসে

তাইতো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে

ও-ও-ও-ও-ওহ, আ-আহ আ-আহ

ও-ও-ও-ও-ওহ, আ-আহ আ-আহ

এলোমেলো কথাগুলো রাখ গুছিয়ে

আমি আছি কাছাকাছি স্বপ্ন ছুঁয়ে

এলোমেলো কথাগুলো রাখ গুছিয়ে

আমি আছি কাছাকাছি স্বপ্ন ছুঁয়ে

তোর নাম এই বুকে রাখব লিখে

তুই ছাড়া ভাল্লাগে না

মন তো কথা শোনে না, তোর কাছে ছুটে আসে

তাইতো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে

মনটা কিছু বোঝে না, তোর খোঁজে রাত জাগে

তাইতো ঘুম আসে না, বড্ড একা লাগে

অগোছালো মন, শোনে না বারণ

তোকে ছাড়া ভাল্লাগে না

অগোছালো মন, শোনে না বারণ

তোকে ছাড়া ভাল্লাগে না

ও-ও-ও-ও-ওহ, আ-আহ আ-আহ

ও-ও-ও-ও-ওহ, আ-আহ আ-আহ

ও-ও-ও-ও-ওহ

Goldie Sohelの他の作品

総て見るlogo

あなたにおすすめ