menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Aar Ekbar Aasiya

Gosthogopal Dashuatong
Singer_Surajithuatong
歌詞
レコーディング
তুমি আরেকবার আসিয়া, যাও মোরে দেখিয়া

তুমি আরেকবার আসিয়া, যাও মোরে দেখিয়া

আমি নয়ন ভরে একবার দেখতে চাই

ভাবের কূলে উল্টা মারে, পোড়া কপাল বুঝি নাই

আরেকবার আসিয়া, যাও মোরে দেখিয়া

তুমি আরেকবার আসিয়া, যাও মোরে দেখিয়া

না পাইলাম তোমারও মন, না পারিলাম দিতে...

তুমি না শুনালে মনের কথা, না দিলে বলিতে

না পাইলাম তোমারও মন, না পারিলাম দিতে

না শুনালে মনের কথা, না দিলে বলিতে

কত দেশ বিদেশে ঘুরে এলাম, কত মানুষ চিনে নিলাম

দেশ বিদেশে ঘুরে এলাম, কত মানুষ চিনে নিলাম

নানা রঙ্গের মাঝে, তোমার কথা ভুলি নাই

আরেকবার আসিয়া, যাও মোরে দেখিয়া

তুমি আরেকবার আসিয়া, যাও মোরে দেখিয়া

না পারিলাম কাঁদতে আমি, না পারিলাম হাসতে

না পারিলাম প্রেম পিরিতির, গহীন গাঙে ভাসতে

না পারিলাম কাঁদতে আমি, না পারিলাম হাসতে

না পারিলাম প্রেম পিরিতির, গহীন গাঙে ভাসতে

তবু ভালবাসার টানে, শুধু বেঁচে আছি প্রাণে

তবু ভালবাসার টানে, শুধু বেঁচে আছি প্রাণে

আশায় আশায় আছি, যদি তোমার দেখা পাই

আরেকবার আসিয়া, যাও মোরে দেখিয়া

আমি নয়ন ভরে একবার দেখতে চাই

মনে পাবো দারুন ব্যথা, তোমার কাছে ভাবি নাই

আরেকবার আসিয়া, যাও মোরে দেখিয়া

আমি নয়ন ভরে... একবার দেখতে চাই

তুমি আরেকবার আসিয়া, যাও মোরে দেখিয়া

তুমি আরেকবার আসিয়া, যাও মোরে দেখিয়া

Gosthogopal Dasの他の作品

総て見るlogo

あなたにおすすめ