menu-iconlogo
huatong
huatong
avatar

Hridoyer Kotha

Habib Wahid/Nancyhuatong
ilovejtb3huatong
歌詞
レコーディング
ও, তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকব?

ভালোবেসে যাব, ওগো, যত দিন বাঁচব

হেসো না, হেসো না তুমি, জেনে রাখো তা

বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা

ও, তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকব?

ভালোবেসে যাব, ওগো, যত দিন বাঁচব

হেসো না, হেসো না তুমি, জেনে রাখো তা

বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা

হৃদয়ের কথা

চাঁদের আলো দিয়ে মুখখানি দেখব

পেয়ো না কো লজ্জা, খুব কাছে রাখব

ও, চাঁদের আলো দিয়ে মুখখানি দেখব

পেয়ো না কো লজ্জা, খুব কাছে রাখব

না, না, এভাবে বোলো না গো, কোরো না বারণ

লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ

সইতে পারব না হারানোর ব্যথা

বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা

টিপ টিপ বৃষ্টিতে কী যে ভালো লাগছে

হৃদয়ের কথাগুলি শিস দিয়ে ডাকছে

ও, টিপ টিপ বৃষ্টিতে কী যে ভালো লাগছে

হৃদয়ের কথাগুলি শিস দিয়ে ডাকছে

এমন সুখ তুমি দিলে গো আমায়

কেড়ে নিতে পারবে না মরণও তোমায়

শেষ করে দিয়ে আজ সব নীরবতা

বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা

ও, তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকব?

ভালোবেসে যাব, ওগো, যত দিন বাঁচব

হেসো না, হেসো না তুমি, জেনে রাখো তা

বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা

হৃদয়ের কথা

Habib Wahid/Nancyの他の作品

総て見るlogo

あなたにおすすめ