menu-iconlogo
logo

Doob

logo
歌詞
তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব

তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব

তোমার মাঝেই জীবন যাপন

স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা

সারা নিশি ভিজবো দুজন চাদের ঝরা জলে

সারা নিশি ভিজবো দুজন চাদের ঝরা জলে

সবুজ সুখে করবো কুজন নীল আকাশের তলে

পাঁজর দিয়ে আগলে রবো তোমায় সারা জীবন

সূর্য ছোঁবে রাতের অধর, ঝরবে নরম আলো

সূর্য ছোঁবে রাতের অধর, ঝরবে নরম আলো

নামবো তোমার চোখের ভেতর, বাসবো অনেক ভালো

মনের সবুজ সুতো দিয়ে বুনবো অনেক স্বপন

তোমার মাঝে নামবো আমি তোমার ভেতর ডুব

তোমার মাঝে কাটবো সাঁতার ভাসবো আমি খুব

তোমার মাঝেই জীবন যাপন

স্বপ্ন দেখা স্বপ্ন ভাঁঙ্গা

Doob by Habib Wahid - 歌詞&カバー