menu-iconlogo
huatong
huatong
avatar

ojut lokkho nijut koti

Hasanhuatong
ninjakid_bhuatong
歌詞
レコーディング
শীত নয় গ্রীষ্ম নয়

এসেছে বসন্ত

শীত নয় গ্রীষ্ম নয়

এসেছে বসন্ত

আমার এ প্রেম তোমারি প্রেম

রবে যে অনন্ত

ফুলে ফুলে ওড়ে, প্রজাপতি ওড়ে

বেঁধেছে নতুন ঝুটি

তোমায় আমি ভালবাসি

অজুত লক্ষ নিযুত কোটি

তোমায় আমি ভালবাসি

অজুত লক্ষ নিযুত কোটি

শীত নয় গ্রীষ্ম নয়

এসেছে বসন্ত

আমার এ প্রেম তোমারি প্রেম

রবে যে অনন্ত

ফুলে ফুলে ওড়ে, প্রজাপতি ওড়ে

বেঁধেছে নতুন ঝুটি

তোমায় আমি ভালবাসি

অজুত লক্ষ নিযুত কোটি

তোমায় আমি ভালবাসি

অজুত লক্ষ নিযুত কোটি

রোদ নয় বৃষ্টি নয়

রাঙ্গাবো দিগন্ত

রোদ নয় বৃষ্টি নয়

রাঙ্গাবো দিগন্ত

ডঙ্কা বাজিয়ে বাসর সাজিয়ে

রবো না ঘুমন্ত

ফুলে ফুলে ওড়ে, প্রজাপতি ওড়ে

বেঁধেছে নতুন ঝুটি

তোমায় আমি ভালবাসি

অজুত লক্ষ নিযুত কোটি

তোমায় আমি ভালবাসি

অজুত লক্ষ নিযুত কোটি

রোদ নয় বৃষ্টি নয়

রাঙ্গাবো দিগন্ত

ডঙ্কা বাজিয়ে বাসর সাজিয়ে

রবো না ঘুমন্ত

ফুলে ফুলে ওড়ে, প্রজাপতি ওড়ে

বেঁধেছে নতুন ঝুটি

তোমায় আমি ভালবাসি

অজুত লক্ষ নিযুত কোটি

তোমায় আমি ভালবাসি

অজুত লক্ষ নিযুত কোটি

ছাই নয় ভস্ম নয়

হৃদয় টা জ্বলন্ত

ছাই নয় ভস্ম নয়

হৃদয় টা জ্বলন্ত

সুখের আগুনে পুড়বো দুজনে

রবো যে জীবন্ত

ফুলে ফুলে ওড়ে, প্রজাপতি ওড়ে

বেঁধেছে নতুন ঝুটি

তোমায় আমি ভালবাসি

অজুত লক্ষ নিযুত কোটি

তোমায় আমি ভালবাসি

অজুত লক্ষ নিযুত কোটি

ছাই নয় ভস্ম নয়

হৃদয় টা জ্বলন্ত

সুখের আগুনে পুড়বো দুজনে

রবো যে জীবন্ত

ফুলে ফুলে ওড়ে, প্রজাপতি ওড়ে

বেঁধেছে নতুন ঝুটি

তোমায় আমি ভালবাসি

অজুত লক্ষ নিযুত কোটি

তোমায় আমি ভালবাসি

অজুত লক্ষ নিযুত কোটি

Hasanの他の作品

総て見るlogo

あなたにおすすめ