menu-iconlogo
huatong
huatong
avatar

New Bangla Mashap 3

Hasan S. Iqbalhuatong
nfennellhuatong
歌詞
収録
অনুমতি সারা কেউ কপি

বা রি আপলোড করবেন না

তোমার জন্য নীলচে তারার

একটুখানি আলো

ভোরের রং রাতে মিশে কালো

কাঠগোলাপের সাদার মায়া

মিশিয়ে দিয়ে ভাবি

আবছা নীল তোমার লাগে ভালো...

আবছা নীল তোমার লাগে ভালো

ও প্রিয়ারে প্রিয়া

আয়না একটু কাছে

ও প্রিয়া রে প্রিয়া

একটা গল্প বলার আছে

ও প্রিয়ারে প্রিয়া

আয়না একটু কাছে

ও প্রিয়া রে প্রিয়া

একটা গল্প বলার আছে

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে

ফুলে পাইলা ভ্রমরা

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে

ফুলে পাইলা ভ্রমরা

ময়ূর বেশেতে সাজন রাধিকা

ময়ূর বেশেতে সাজন রাধিকা

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে

ফুলে পাইলা ভ্রমরা

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে

ফুলে পাইলা ভ্রমরা

ময়ূর বেশেতে সাজন রাধিকা

ময়ূর বেশেতে সাজন রাধিকা

পাগল মন মন রে

মন কেন এত কথা বলে

ও পাগল মন মন রে

মন কেন এত কথা বলে

তোমাকে ছাড়া আমি

বুঝিনা কোন কিছু যে আর

পৃথিবী জেনে যাক

তুমি শুধু আমার

তোমাকে ছাড়া আমি

বুঝিনা কোন কিছু যে আর

পৃথিবী জেনে যাক

তুমি শুধু আমার

রাত নির্ঘুম বসে আছো তুমি

দক্ষিণের জানালা খুলে

যত নির্বাক অভিমান মনে

আজ সবটুকু নিলাম তুলে

মন আমার তোর কিনারে

হারালো দিন দাহারে

সে তো আর মানছে নারে

এবার ভালবাসতে আর

তোর ছায়ার সঙ্গী হব

দুহাতে প্রেম কুড়োবো

আমাকে চুপ্টি করে

মনের কথা বলতে আয়

আমি যেতে পারি

হেসেই পেরোতে পারি

অনেক অনেক অতল

তোর কথা উঠে

আমার কপালে জুটে

দারুন খুশির ঢল

কে তুই বল....

কে তুই বল....

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে

ফুলে পাইলা ভ্রমরা

কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে

ফুলে পাইলা ভ্রমরা

ময়ূর বেশেতে সাজন রাধিকা

ময়ূর বেশেতে সাজন রাধিকা

ময়ূর বেশেতে সাজন রাধিকা

Hasan S. Iqbalの他の作品

総て見るlogo

あなたにおすすめ