menu-iconlogo
huatong
huatong
hemant-kumar-jabar-aage-kichhu-bole-gele-naa-cover-image

Jabar Aage Kichhu Bole Gele Naa

Hemant Kumarhuatong
elargentinohuatong
歌詞
収録
যাবার আগে, কিছু বলে গেলে না

নীরবে শুধুই রইলে চেয়ে

কিছু কি বলার ছিল না

যাবার আগে, কিছু বলে গেলে না

নীরবে শুধুই রইলে চেয়ে

কিছু কি বলার ছিল না

যাবার আগে, কিছু বলে গেলে না

তখনো বসন্ত শেষ চৈত্রের বেলা

তখনো বাতাস আঁচলে করে যে খেলা

তখনো পাখির গানে সাজানো ফুলের মেলা

ওদের ঐ উচ্ছাস এতটুকু তুমি কি গো

তোমার হৃদয়ে পেলে না

যাবার আগে, কিছু বলে গেলে না

এতো কি অভিমান, ভুল বোঝা বলো কতো

কিসের বেদনাতে প্রেমকে কাঁদালে অতো

কিসের অহংকার এখনো আগেরও মতো

আমার এই প্রশ্নের কোনই জবাব তুমি

এখনো আমাকে দিলে না

যাবার আগে, কিছু বলে গেলে না

নীরবে শুধুই রইলে চেয়ে

কিছু কি বলার ছিল না

যাবার আগে, কিছু বলে গেলে না

Hemant Kumarの他の作品

総て見るlogo

あなたにおすすめ