menu-iconlogo
huatong
huatong
avatar

Kato Din Pare Ele

Hemanta Kumar Mukhopadhyayhuatong
neze_starhuatong
歌詞
レコーディング
কত দিন পরে এলে

কত দিন পরে এলে একটু বসো

কত দিন পরে এলে একটু বসো

তোমায় অনেক কথা বলার ছিলো

যদি শুনো ..

কত দিন পরে এলে

আকাশে বৃষ্টি আসুক

গাছেরা উঠুক কেঁপে ঝড়ে ....

আকাশে বৃষ্টি আসুক

গাছেরা উঠুক কেঁপে ঝড়ে ..

সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে ..

বহু দিন এমন কথা বলার ছুটি

পাইনি যেন...

কত দিন পরে এলে একটু বসো

তোমায় অনেক কথা বলার ছিলো

যদি শুনো ..

কত দিন পরে এলে

জীবনের যে পথ আমার

ছিল গো তোমার ছায়ায় আঁকা ....

জীবনের যে পথ আমার

ছিল গো তোমার ছায়ায় আঁকা ..

সেই পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা ..

চেনা গান বাজলো যদি

বেজেই আবার থামবে কেন ?

কত দিন পরে এলে একটু বসো

তোমায় অনেক কথা বলার ছিলো

যদি শুনো ..

কত দিন পরে এলে

Thanks

Hemanta Kumar Mukhopadhyayの他の作品

総て見るlogo

あなたにおすすめ