menu-iconlogo
huatong
huatong
avatar

Ma Go Bhabna Keno

Hemanta Mukhopadhyahuatong
rpgrant32huatong
歌詞
収録
Maa Go Bhabna Keno

Hemanta Mukhopadhya

মাগো ভাবনা কেন

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্র এলে অস্র হাতে ধরতে জানি

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি

মাগো ভাবনা কেন

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্র এলে অস্র হাতে ধরতে জানি

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি

আমরা হারবো না,হারবো না

তোমার মাঠির একটি কোণাও ছাড়বো না

আমরা হারবো না,হারবো না

তোমার মাঠির একটি কোণাও ছাড়বো না

আমরা পাজর দিয়ে দূগ্র মাটি গড়তে জানি

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি

আমরা পরাজয় মানবো না

দুর্বলতায় বাচতে শুধু জানবো না

আমরা পরাজয় মানবো না

দুর্বলতায় বাচতে শুধু জানবো না

আমরা চিরদিনি হাসি মুখে মরতে জানই

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি

মাগো ভাবনা কেন

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্র এলে অস্র হাতে ধরতে জানি

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি

আমরা অপমান সইবো না

ভীরুর মত ঘরের কোণে রইবো না

আমরা অপমান সইবো না

ভীরুর মত ঘরের কোণে রইবো না

আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝড়তে জানি

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি

মাগো ভাবনা কেন

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্র এলে অস্র হাতে ধরতে জানি

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি

মাগো ভাবনা কেন

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্র এলে অস্র হাতে ধরতে জানি

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি

ধন্যবাদ সবাইকে

Hemanta Mukhopadhyaの他の作品

総て見るlogo

あなたにおすすめ