menu-iconlogo
huatong
huatong
imrankona-mon-jane-tui-chara-ki-eka-lage-cover-image

Mon Jane Tui Chara Ki Eka Lage

Imran/Konahuatong
stevekphthuatong
歌詞
収録
মন জানে তুই ছাড়া কি একা লাগে

কাছে এলে হৃদয়ে তে প্রেম জাগে

মন জানে তুই ছাড়া কি একা লাগে এ

কাছে এলে হৃদয়ে তে প্রেম জাগে

তোরই ইশারায়, আজকাল মন হারায়

এমনতো হয়নি আগে এ

মন জানে তুই ছাড়া কি একা লাগে

কাছে এলে হৃদয়ে তে প্রেম জাগে

হো মন জানে তুই ছাড়া কি একা লাগে

কাছে এলে হৃদয়ে তে প্রেম জাগে

মন জানে কত খানি

চেয়েছি তোকে আমি

জীবনে তুই যে আমার

সব চেয়ে বেশি দামী

ঠিকানা তো আমার হলো

রাত শেষে যে সকাল এলো

স্বপ্নগুলো সবই সত্যি যে হলো...

ভালবাসি এই কথা কি বলা লাগে

বুকটা জুড়ে তুই যে শুধু শতভাগে

মন জানে তুই ছাড়া কি একা লাগে এ

কাছে এলে হৃদয়ে তে প্রেম জাগে

SD

তোর কাছে যত আসি

সাধ তবু যে মেটে না

এতটা ভালবাসি

মন তবু যে ভরে না

কেন যে হায় এমন প্রণয়

মন সারাক্ষন তোর কথা কয়

তোরই ভাবনাতে কাটে সময়

দুরে গেলে এই মনেতে ব্যাথা লাগে

কাছে এলে হৃদয়ে তে প্রেম জাগে

মন জানে তুই ছাড়া কি একা লাগে এ

কাছে এলে হৃদয়ে তে প্রেম জাগে

তোরই ইশারায়, আজকাল মন হারায়

এমনতো হয়নি আগে এ

মন জানে তুই ছাড়া কি একা লাগে

কাছে এলে হৃদয়ে তে প্রেম জাগে

মন জানে তুই ছাড়া কি একা লাগে

কাছে এলে হৃদয়ে তে প্রেম জাগে

Imran/Konaの他の作品

総て見るlogo

あなたにおすすめ