menu-iconlogo
huatong
huatong
imran-khan-hridoye-tui-sarakhon-cover-image

Hridoye Tui Sarakhon

Imran Khanhuatong
AtiqulIslamShimulhuatong
歌詞
収録
Uploaded@Singer_Shimul

কি করে তোকে রাখবো ধরে

বল না তুই আমায়,

কত ভালোবাসা কত সুখে ভাসা,

কেন সবই বদলে যায়?

ও.. কি করে তোকে রাখবো ধরে

বল না তুই আমায়,

ও.. কত ভালোবাসা কত সুখে ভাসা,

কেন সবই বদলে যায়?

এক অচেনা ঝড়ে সব ভেঙে পড়ে

বরবাদ হয়ে যায় মন,

কেমন করে বল না থাকবি দূরে?

হৃদয়ে তুই সারাক্ষণ,

কেমন করে বল না থাকবি দূরে?

হৃদয়ে তুই সারাক্ষণ।

Uploaded@Singer_Shimul

কত, ফেলে আসা স্মৃতি ভর করে

রোজই হৃদয় আঙিনায়,

সেই চেনা, গন্ধরা স্পর্শ করে

ঘিরে থাকে এখনো আমায়।

এক অচেনা ঝড়ে সব ভেঙে পড়ে

বরবাদ হয়ে যায় মন,

কেমন করে বল না থাকবি দূরে ?

হৃদয়ে তুই সারাক্ষণ,

কেমন করে বল না থাকবি দুরে?

হৃদয়ে তুই সারাক্ষণ।

Uploaded@Singer_Shimul

আজও, আছি শুধু তোরই আশায়

সেই পথে দেখ না দাঁড়িয়ে,

কখন যে, তুই দিবি দেখা হায়

নিবি বুকে জড়িয়ে।

এক অচেনা ঝড়ে সব ভেঙে পড়ে

বরবাদ হয়ে যায় মন,

কেমন করে বল না থাকবি দূরে?

হৃদয়ে তুই সারাক্ষণ,

কেমন করে বল না থাকবি দূরে?

হৃদয়ে তুই সারাক্ষণ।

Uploaded@Singer_Shimul

Imran Khanの他の作品

総て見るlogo

あなたにおすすめ