menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি আছো হৃদয়ে অনুভবে

Imran Mahmudul _ Konahuatong
𝐀𝐈-𝐈𝐧𝐭𝐞𝐥𝐥𝐢𝐠𝐞𝐧𝐜𝐞..huatong
歌詞
レコーディング
গান: তুমি আছো হৃদয়ে অনুভবে

শিল্পী: ইমরান মাহমুদুল & কণা

মিউজিক আপলোড: AR.Rumi+Imu

গান রেকর্ড করার সময় অবশ্যই হেডফোন সাউন্ড কমিয়ে নিবেন।

মেয়ে:] তুমি আছো হৃদয়ে, অনুভবে।

যদি না পাই তোমায়, মন কাঁদবে।

ছেলে:] মিষ্টি রোদের বিকেলে,

দুহাত তুমি বাড়ালে।

প্রেম উড়বে, প্রেম উড়বে।

তুমি আছো হৃদয়ে, অনুভবে।

মেয়ে:] যদি না পাই তোমায়, মন কাঁদবে।

༺?AR.Rumi+Imu?༻

মেয়ে:] অচেনা মানুষ ছিলে,

এখন অনেক চেনা।

তোমায় ভুলে এক মুহুর্ত,

থাকতে পারিনা।

ছেলে:] ও অচেনা মানুষ ছিলে,

এখন অনেক চেনা।

তোমায় ভুলে এক মুহুর্ত,

থাকতে পারিনা।

মেয়ে:] জোছনা রাতের আড়ালে,

একটু পাশে দাড়ালে।

প্রেম উড়বে, প্রেম উড়বে।

ছেলে:] তুমি আছো হৃদয়ে, অনুভবে--।

মেয়ে:] যদি না পাই তোমায়, মন কাঁদবে।

༺?AR.Rumi+Imu?༻

ছেলে:] মন আমার অন্ধ হলো,

তোমার প্রেমের মায়ায়।

পাশে থেকো চারোদিনই,

ভুলোনা আমায়।

মেয়ে:] উমম- মন আমার অন্ধ হলো,

তোমার প্রেমের মায়ায়।

পাশে থেকো চারোদিনই,

ভুলোনা আমায়

ছেলে:] মিষ্টি রোদের বিকেলে,

দুহাত তুমি বাড়ালে।

প্রেম উড়বে, প্রেম উড়বে।

তুমি আছো হৃদয়ে, অনুভবে।

মেয়ে:] যদি না পাই তোমায়, মন কাঁদবে।

༺?AR.Rumi+Imu?༻

~~~~মিউজিক কপি করা থেকে বিরত থাকুন! নিজের যোগ্যতায় মিউজিক তৈরি করে আপলোড করুন~~~~

Imran Mahmudul _ Konaの他の作品

総て見るlogo

あなたにおすすめ

তুমি আছো হৃদয়ে অনুভবে by Imran Mahmudul _ Kona - 歌詞&カバー