menu-iconlogo
huatong
huatong
avatar

Shondhey Namar Agey

Ishan Mitrahuatong
leopup1huatong
歌詞
収録
তুমি যা ও

পরিচিত কোন ডাকে

বাড়ি ফিরে এসো

সন্ধ্যে নামার আগে

তুমি যাও

পরিচিত কোন ডাকে

বাড়ি ফিরে এসো

সন্ধ্যে নামার আগে

দিবস রজনী তোমাতে সজনী

বাড়ি ঘর মাখামাখি

ব্যাকুলও বাসরে যে আলো দুঃখ

সে আলোতে আমি থাকি

তুমি যাও

যে শুধু তোমারই থাকে

বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে

আকাশে ঘনালে মেঘ

বাকি পথ হেঁটে এসে

শেষ হয়েও পড়ে থাকি অবশেষে

আকাশে ঘনালে মেঘ

বাকি পথ হেঁটে এসে

শেষ হয়েও পড়ে থাকি অবশেষে

নিভিয়ে দিয়েছি ফুরিয়ে গিয়েছি

ডুবিয়েছি কত ভেলা

প্রেমিক নাবিক জানেনা সাগর

একা রাখা অবহেলা

তুমি যাও

বলে যেও গো আমাকে

বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে

তুমি যাও

যে শুধু তোমারই থাকে

বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে

বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে

Ishan Mitraの他の作品

総て見るlogo

あなたにおすすめ