menu-iconlogo
huatong
huatong
avatar

ek nodi jomuna

Jameshuatong
saenz20736huatong
歌詞
収録
আমি আর আমার দু’চোখ কখনো জলে ভেজাবো না

এ ব্যথা আমারই থাক, চাই না কারও সান্ত্বনা

পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না।

পৃথিবী ভালবাসে না, ভালবাসতেও সে জানে না।

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না

কোনদিন পদ্মা মেঘনা

দিনের আলোয় শুকিয়ে যাবে সে

হবে না তো এক নদী যমুনা।

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না

কোনদিন পদ্মা মেঘনা

দিনের আলোয় শুকিয়ে যাবে সে

হবে না তো এক নদী যমুনা।

টেনে নিয়ে বুকের কাছে,

ছুঁড়ে দেয় ধূলোর মাঝে।

টেনে নিয়ে বুকের কাছে,

ছুঁড়ে দেয় ধূলোর মাঝে।

ভালবাসার নিয়ম মানি না

তাইতো অশ্রু এখন আসে না

দিও না, দিও না, সান্ত্বনা

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না

কোনদিন পদ্মা মেঘনা

দিনের আলোয় শুকিয়ে যাবে সে

হবে না তো এক নদী যমুনা।

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না

কোনদিন পদ্মা মেঘনা

দিনের আলোয় শুকিয়ে যাবে সে

হবে না তো এক নদী যমুনা।

ডুবেছিল মায়াজালে হৃদয়

সেই ক্ষত এখনো কথা কয়।

ডুবেছিল মায়াজালে হৃদয়

সেই ক্ষত এখনো কথা কয়।

ভালবাসার নিয়ম মানি না

তাইতো অশ্রু এখন আসে না

দিও না, দিও না, সান্ত্বনা

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না…

কোনদিন পদ্মা মেঘনা

দিনের আলোয় শুকিয়ে যাবে সে

হবে না তো এক নদী যমুনা।

কান্নায় লাভ নেই, কান্নায় হবে না…

কোনদিন পদ্মা মেঘনা

দিনের আলোয় শুকিয়ে যাবে সে

হবে না তো এক নদী যমুনা।

Jamesの他の作品

総て見るlogo

あなたにおすすめ