menu-iconlogo
huatong
huatong
jazper-sharabela-bondho-janala-jazper-cover-image

sharabela Bondho Janala (JAZPER.♠️)

JAZPER.♠️huatong
JAZPER.♠️huatong
歌詞
収録
Jazper Choice

আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর

অবাক রোদে ভেজা দগ্ধ দুপুর

আরেকবার তোমাদের লাল নীল রঙ আনন্দে

একলা রাস্তায় এক চিমটে রোদ্দুর

সারা বেলা বন্ধ জানালা

যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়

ছোট ছোট আনন্দের স্পর্শে আঙ্গুল রেখে যায়

যদি তোমাদের অনেক শব্দ আমার জানালায়

ছোট ছোট আনন্দের স্পর্শে আঙ্গুল রেখে যায়

যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়

সারা বেলা বন্ধ জানালা

যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে

কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে

যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে

কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে

যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায়

সারা বেলা বন্ধ জানালা

আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর

অবাক রোদে ভেজা দগ্ধ দুপুর

আরেকবার তোমাদের লাল নীল রঙ আনন্দে

একলা রাস্তায় এক চিমটে রোদ্দুর

সারা বেলা বন্ধ জানালা

JAZPER.♠️の他の作品

総て見るlogo

あなたにおすすめ