menu-iconlogo
huatong
huatong
歌詞
収録
এ ঘন ঘোর, আঁধারে ভোর

তুই যে, মা, আলোর দিশা

শক্তিরূপা খড়্গহস্তা

মহাকালী অপরূপা

তোর প্রলয়ঙ্করী রূপে

কেঁপে ওঠে শত্রুর তরবারি (জয় জয় মা)

হৃদয়ের ভাষা পায় প্রাণ

সে যে, মা, তুলির পরশে তোরই

অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী

তুই যে মা অন্নপূর্ণা

সন্তানস্নেহে তুই, মা

যেন কল্যাণী সম্পূর্ণা

তোর কথা যেন মন্ত্রোচ্চারণ

বজ্রসম কঠিন অনুশাসন

ধৈর্য্যে সর্ব্বংসহা পৃথিবী

ধর্ম ও ন্যায়ের প্রতিচ্ছবি

জয় জয় মা, রানি মা

জয় জয় মা, জয় জয় মা, মা, রানি মা

জয় জয় মা, রানি মা

জয় জয় মা, রানি মা

জয় জয় মা, জয় জয় মা, মা, রানি মা

Kailash Kher/Koel Mallick/Indranil Sengupta/NOの他の作品

総て見るlogo

あなたにおすすめ