menu-iconlogo
huatong
huatong
avatar

আমার গরুর গাড়িতে Amar Gorur Garite

Kamruzzaman rabbi/Sohahuatong
soychurrohuatong
歌詞
レコーディング
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে।

আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে।

যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

(যা যা…)

তোমার ভাঙা গাড়িতে আমি যাবো না

কারো ঘরের ঘরণী আমি হবো না

করবো না তো কোনো দিনও বিয়ে

এ হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আরে আরে করে কি করে কি করে কি আরে করে কি

আলতা দেবো তিকলি দেবো, দেবো সোনার চুড়ি

(না না না না না না…)

আরে, শহর থেকে আনবো কিনে বেনারসী শাড়ি

(আরে, না না না না না…)

গয়না গাটি চাইনা আমি চাইনা শাড়ি চুড়ি

সবই আমার বাপের বাড়ি আছে ভুরিভুরি

গলবেনা মন কোনো কিছু দিয়ে

হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আদর দেবো সোহাগ দেবো, দেবো ভালোবাসা

(না না না না না না…)

আরে, জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা

(না না না না না না…)

ইন্দ্রপুরে মনের ঘরে দিও নাকো হানা

এই সব কথা শোনা পাপ গুরুজনের মানা

এই, পায়ে ধরি চল বাড়ি নিয়ে

যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আরে আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে

ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে।

যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

না না পায়ে ধরি চল বাড়ি নিয়ে

হু যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

না না না পায়ে ধরি চল বাড়ি নিয়ে

যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

পায়ে ধরি চলো বাড়ি নিয়ে

যাবো তোমায় শশুর বাড়ি নিয়ে

পায়ে ধরি চলো বাড়ী নিয়ে

Kamruzzaman rabbi/Sohaの他の作品

総て見るlogo

あなたにおすすめ