menu-iconlogo
logo

Jibone Eshecho

logo
avatar
Kanak Chapa/Andrew Kishorelogo
𒆜𝗠𝗢𝗭𝗜𝗕𒆜.🍃🅼🅼🆆🍃...logo
アプリ内で歌う
歌詞
লা..লা..লা..লা..লালা..

জীবনে এসেছো তুমি ধীরে ধীরে

পাগল হয়েছি আমি ধীরে ধীরে

জীবনে এসেছো তুমি ধীরে ধীরে

পাগল হয়েছি আমি ধীরে ধীরে

আমার এই মন তোমাকে দিলাম

আমার এই মন তোমাকে দিলাম

জীবনে এসেছো তুমি ধীরে ধীরে

পাগল হয়েছি আমি ধীরে ধীরে

জীবনে এসেছো তুমি ধীরে ধীরে

পাগল হয়েছি আমি ধীরে ধীরে

আমার এই মন তোমাকে দিলাম

আমার এই মন তোমাকে দিলাম

ও..হো..হো..হো..লা..লা..

লা..লালা..লালা..লা..লা..

জানিনা কখন যেন কাছে এসেছো

অচেনা হয়েও কেন পাশে থেকেছো

ভুলে যেওনা গো, চলে যেওনা গো

পাশে পাশে থাকো আমায় বুকে রাখো

জীবনে এসেছো তুমি ধীরে ধীরে

পাগল হয়েছি আমি ধীরে ধীরে

জীবনে এসেছো তুমি ধীরে ধীরে

পাগল হয়েছি আমি ধীরে ধীরে

আমার এই মন তোমাকে দিলাম

আমার এই মন তোমাকে দিলাম

বৈশাখী ঝড় আজ থেমে গিয়েছে

ফুলে ফুলে জীবনে যে ফ্লাগুন এসেছে

ভুলে যেওনা গো ছেরে যেওনা গো

পাশে পাশে থাকো আমায় বুকে রাখো

জীবনে এসেছো তুমি ধীরে ধীরে

পাগল হয়েছি আমি ধীরে ধীরে

জীবনে এসেছো তুমি ধীরে ধীরে

পাগল হয়েছি আমি ধীরে ধীরে

আমার এই মন তোমাকে দিলাম

আমার এই মন তোমাকে দিলাম