menu-iconlogo
logo

Asi Bole Gelo Bondhu

logo
歌詞
আসি বলে গেল বন্ধু আইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না

যাইবার কালে সোনা বন্ধ

নয়ন তুলে চাইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না

আসবে বলে আসায় রইলাম

আশাতে নিরাশা হইলাম

আসবে বলে আসায় রইলাম

আশাতে নিরাশা হইলাম

বাটাতে পান সাজাই থুইলাম

বন্ধু এসে খাইলো না

বাটাতে পান সাজাই থুইলাম

বন্ধু এসে খাইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না

সুজন বন্ধুরে চাইলাম

মনে বড় ব্যথা পাইলাম

সুজন বন্ধুরে চাইলাম

মনে বড় ব্যথা পাইলাম

আমি শুধু তার গান

সে আমার গান গাইলো না

আমি শুধু তার গান

সে আমার গান গাইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না

আব্দুল করিম চিন্তা করে

এই আশাতে যাবো মরে

আব্দুল করিম চিন্তা করে

এই আশাতে যাবো মরে

আসে যদি মরণের পরে

আমারে তো পাইলো না

আসে যদি মরণের পরে

আমারে তো পাইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না

যাইবার কালে সোনা বন্ধ

নয়ন তুলে চাইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না

আসি বলে গেল বন্ধু আইলো না

Asi Bole Gelo Bondhu by Kaya - 歌詞&カバー