menu-iconlogo
huatong
huatong
kazi-nazrul-islam-noyon-bhora-jol-go-tomar-cover-image

noyon bhora jol go tomar

Kazi Nazrul Islamhuatong
stephanie_tutthuatong
歌詞
収録
নয়ন ভরা জল গো তোমার

আঁচল ভরা ফুল।

নয়ন ভরা জল গো তোমার

আঁচল ভরা ফুল,

নয়ন ভরা জল গো তোমার

আঁচল ভরা ফুল...

ফুল নেব না অশ্রু নেব

ফুল নেব না অশ্রু নেব

ভেবে হই আকূ....ল

নয়ন ভরা জল গো তোমার

আঁচল ভরা ফুল।।

ফুল যদি নিই তোমার হাতে

জল রবে গো নয়ন পাতে...

ফুল যদি নিই তোমার হাতে

জল রবে গো নয়ন পাতে

অশ্রু নিলে ফুটবে না আর

অশ্রু নিলে ফুটবে না আর

প্রেমের মুকু.....ল,

নয়ন ভরা জল গো তোমার

আঁচল ভরা ফুল।

মালা যখন গাঁথ তখন

পাওয়ার সাধ যে জাগে

মোর বিরহে কাঁদ যখন

আরো ভালো লাগে....

পাওয়ার সাধ যে জাগে

পেয়ে তোমায় যদি হারায়

দুরে দুরে থাকি গো তাই...

পেয়ে তোমায় যদি হারায়

দুরে দুরে থাকি গো তাই...,

ফুল ফুটায়ে যাই গো চলে

ফুল ফুটায়ে যাই গো চলে

চঞ্চল বুল বু....ল ,

নয়ন ভরা জল গো তোমার

আঁচল ভরা ফুল,

নয়ন ভরা জল গো তোমার

আঁচল ভরা ফুল।

Kazi Nazrul Islamの他の作品

総て見るlogo

あなたにおすすめ