menu-iconlogo
huatong
huatong
kazi-shuvo--cover-image

জলের ঘাটে দেইখা আইলাম

Kazi Shuvohuatong
montrell95843huatong
歌詞
収録

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

শ্যামো রাই, ভ্রমোরায়

ঘুইরা ঘুইরা মধু খায়

শ্যামো রাই, ভ্রমোরায়

ঘুইরা ঘুইরা মধু খায়

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

নিত্তি নিত্তি ফুল বাগানে

ভ্রমর আইসা মধু খায়

নিত্তি নিত্তি ফুল বাগানে

ভ্রমর আইসা মধু খায়

আয় গো ললিতা সখি

আবার জলে ঘুইরা আয়

আয় গো ললিতা সখি

আবার জলে ঘুইরা আয়

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

..........

হাতে বাঁশি মুখে হাসি

বাঁশি বাজায় শ্যামোরায়

হাতে বাঁশি মুখে হাসি

বাঁশি বাজায় শ্যামোরায়

চান বদনে বাজায় বাঁশি

মধুর ও সুর শুনা যায়

চান বদনে বাজায় বাঁশি

মধুর ও সুর শুনা যায়

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

...........

..........

ভাইবে রাধারমণ বলে

পাইলাম না রে হায় রে হায়

ভাইবে রাধারমণ বলে

পাইলাম না রে হায় রে হায়

পাইতাম যদি শ্যামের নাগাল

রাখতাম হৃদয় পিঞ্জিরায়

পাইতাম যদি শ্যামের নাগাল

রাখতাম হৃদয় পিঞ্জিরায়

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

শ্যামো রাই, ভ্রমোরায়

ঘুইরা ঘুইরা মধু খায়

শ্যামো রাই, ভ্রমোরায়

ঘুইরা ঘুইরা মধু খায়

জলের ঘাটে

আরে জলের ঘাটে দেইখা আইলাম

কি সুন্দর শ্যামো রাই

জলের ঘাটে

জলের ঘাটে

জলের ঘাটে

জলের ঘাটে

জলের ঘাটে...

Kazi Shuvoの他の作品

総て見るlogo

あなたにおすすめ