menu-iconlogo
logo

দুংখ বলী

logo
歌詞
মনের সাথে মন মিলাইয়া

ব্যথা পাইছি এই মনে

দুঃখ বলি কার সনে

মনের সাথে মন মিলাইয়া

ব্যথা পাইছি এই মনে

আমি মনের সাথে মন মিলাইয়া

ব্যথা পাইছি এই মনে

দুঃখ বলি কার সনে

আমি দুঃখ বলি কার সনে

প্রেম হইল যে সর্বনাশা

লোকে বলে কূলনাশা গো

হায়রে প্রেম হইল যে সর্বনাশা

লোকে বলে কূলনাশা গো

জীবনটারে ধরলাম বাজী

প্রেম নামের জুয়ার দানে আমি

জীবনটারে ধরলাম বাজী

প্রেম নামের জুয়ার দানে

দুঃখ বলি কার সনে

আমি দুঃখ বলি কার সনে

ছিল যত মনের আশা

অকূলে বান্ধিলো বাসা গো

হায়রে ছিল যত মনের আশা

অকূলে বান্ধিলো বাসা গো

প্রাণবন্ধু রইলো ভূলে

আমার কথা নাই মনে হায়রে

প্রাণবন্ধু রইলো ভূলে

আমার কথা নাই মনে

দুঃখ বলি কার সনে

আমি দুঃখ বলি কার সনে

আপন জেনে মনও দিলাম

প্রতিদানে দুঃখ পাইলাম গো

হায়রে আপন জেনে মনও দিলাম

প্রতিদানে দুঃখ পাইলাম গো

কইরো না কেউ এমন পিরিত

কয় হুমায়ুন জীবনে

কইরো না কেউ এমন পিরিত

কয় হুমায়ুন জীবনে

দুঃখ বলি কার সনে

আমি দুঃখ বলি কার সনে

মনের সাথে মন মিলাইয়া

ব্যথা পাইছি এই মনে

দুঃখ বলি কার সনে

আমি দুঃখ বলি কার সনে

মনের সাথে মন মিলাইয়া

ব্যথা পাইছি এই মনে

দুঃখ বলি কার সনে

ধন্যবাদ সবাইকে

দুংখ বলী by Kazi Shuvo - 歌詞&カバー