menu-iconlogo
huatong
huatong
avatar

Amar Moto Eto Sukhi

Khalid Hasan Milluhuatong
rlinkelhuatong
歌詞
収録
আমার মত এত সুখী নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন

জানি এই বাঁধন চিড়ে গেলে কভু

আসবে আমার মরণ।

আমার মত এত সুখী নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

বুকে ধরে যত ফুল ফোটালাম

সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরই নাম

বুকে ধরে যত ফুল ফোটালাম

সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পরিহাস এরই নাম

কেন নিয়তির কাছে বারে বারে

হেরে যায় মানুষ এমন

আমার মত এত সুখী নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এই খেলাঘর

স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়

চারিদিকে নিরাশার বালুচর

কি আশায় বেঁধেছি এই খেলাঘর

স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়

কেন মমতার টানে কেঁদে মরে

বেদনার কথা এখন

আমার মত এত সুখী নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালবাসায় ঝরালো মায়ার বাঁধন

ঝরালো মায়ার বাঁধন

Khalid Hasan Milluの他の作品

総て見るlogo

あなたにおすすめ