menu-iconlogo
huatong
huatong
khalid-neel-tip-by-khalid-chime-cover-image

neel tip by khalid (chime)

Khalidhuatong
ALi_______🎹🎹huatong
歌詞
収録
Ali_______🎹🎹

নীল টিপ পরবে নাকি তুমি

চাঁদ এনে তোমায় দেবো আমি

নীল টিপ পরবে নাকি তুমি

চাঁদ এনে তোমায় দেবো আমি

মেঘের কালো কাজল দেবো

দেবো তারার ফুল

ভালো লাগে যখন দেখি

উড়ছে তোমার চুল

নীল টিপ পরবে নাকি তুমি

চাঁদ এনে তোমায় দেবো আমি

Ali_______🎹🎹

তোমার হাসি ভালোবাসি, ভালোবাসি গান

তোমায় পেলে নেচে উঠে আমার মনপ্রান

........

তোমার হাসি ভালোবাসি, ভালোবাসি গান

তোমায় পেলে নেচে উঠে আমার মনপ্রান

এই রাতে আসবে নাকি তুমি

কিছু জোনাক জ্বেলে দেবো আমি

নীল টিপ পরবে নাকি তুমি

চাঁদ এনে তোমায় দেবো আমি

Ali_______🎹🎹

দুর ওই আকাশেতে ভাসে মেঘের দল

তোমার গন্ধে ভেসে বেড়াই স্মৃতিরো অতল

........

দুর ওই আকাশেতে ভাসে মেঘের দল

তোমার গন্ধে ভেসে বেড়াই স্মৃতিরো অতল

বৃষ্টি ভিজে আসবে নাকি তুমি

কিছু তাজা ফুল দেবো আমি

নীল টিপ পরবে নাকি তুমি

চাঁদ এনে তোমায় দেবো আমি

নীল টিপ পরবে নাকি তুমি

চাঁদ এনে তোমায় দেবো আমি

মেঘের কালো কাজল দেবো

দেবো তারার ফুল

ভালো লাগে যখন দেখি

উড়ছে তোমার চুল

নীল টিপ পরবে নাকি তুমি

চাঁদ এনে তোমায় দেবো আমি

Ali_______🎹🎹

Khalidの他の作品

総て見るlogo

あなたにおすすめ