menu-iconlogo
huatong
huatong
khalid-tomaro-chokher-anginay-cover-image

tomaro chokher anginay

Khalidhuatong
black_dihan_202huatong
歌詞
収録

তোমারও চোখের আঙ্গিনায়,

এখনও কি তেমনি করে

জোছনা ছড়ায় আলো

এখনও কি তারার পানে ,

চেয়ে থাক আনমনে

তুমি কি আমায় আগের মত বাসো ভালো?

তুমি কি আমায় আগের মত বাসো ভালো?

...............................

এখনও কি আকাশে মেঘ দেখে,

জানালা খুলে তেমনি থাক বসে

এখনও কি প্রথম প্রেমের মতো,

পরশ বুলায় বৃষ্টি ধারা এসে।

তোমার দীঘল চুলে

এখনও কি ছবি আঁকে

মেঘের জত কালো,

তুমি কি আমায় আগের মত বাসো ভাল।

তুমি কি আমায় আগের মত বাসো ভালো?

...................................

এখনও কি পুরনো চিঠি পড়ে,

নয়ন ভেজাও নিরব অভিমানে

এখনও কি বিকেলের রোদ এসে

গল্প বলে তোমার কানে কানে।

সন্ধ্যা নেমে এলে

এখনও কি তেমনি করে

সাঁঝের প্রদীপ জ্বালো,

তুমি কি আমায় আগের মত বাসো ভালো

তুমি কি আমায় আগের মত বাসো ভালো?

তোমারও চোখের আঙ্গিনায়,

এখনও কি তেমনি করে

জোছনা ছড়ায় আলো

এখনও কি তারার পানে ,

চেয়ে থাক আনমনে

তুমি কি আমায় আগের মত বাসো ভালো?

তুমি কি আমায় আগের মত বাসো ভালো?

তুমি কি আমায় আগের মত বাসো ভালো?

তুমি কি আমায় আগের মত বাসো ভালো?

Khalidの他の作品

総て見るlogo

あなたにおすすめ