menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Je Tomar Ke Kase Eshe আমি যে তোমার কে

Khan Asifur Rahman Agun/Sabina Yasminhuatong
ohnopeoplehuatong
歌詞
レコーディング
আমি যে তোমার কে

কাছে এসে নাও যেনে নাও

আমি যে তোমার কে

কাছে এসে নাও যেনে নাও

হৃদয়ের মাঝে আমি রেখেছি কারে

তুমি এসে যাও দেখে যাও,,

আমি যে তোমার কে

কাছে এসে নাও যেনে নাও

আমি যে তোমার কে

কাছে এসে নাও যেনে নাও

কখনো ভাবিনি আমি তোমাকে পাবো

তোমারি জীবনে আমি জড়িয়ে যাবো

কখনো ভাবিনি আমি তোমাকে পাবো

তোমারি জীবনে আমি জড়িয়ে যাবো

নিঃশ্বাসে নিঃশ্বাসে কতখানি আছো মিশে

নিঃশ্বাসে নিঃশ্বাসে কতখানি আছো মিশে

অনুভবে নাও বুঝে নাও

আমি যে তোমার কে.....

কাছে এসে নাও যেনে নাও

আমি যে তোমার কে

কাছে এসে নাও যেনে নাও

জানিনা এ কোন আলো ছড়িয়ে দিলে

আমার এই পৃথিবীটা ভরিয়ে দিলে

জানিনা এ কোন আলো ছড়িয়ে দিলে

আমার এই পৃথিবীটা ভরিয়ে দিলে

বিশ্বাসে বিশ্বাসে কতখানি আছো মিশে

বিশ্বাসে বিশ্বাসে কতখানি আছো মিশে

অনুভবে নাও বুঝে নাও

আমি যে তোমার কে

কাছে এসে নাও যেনে নাও

আমি যে তোমার কে

কাছে এসে নাও যেনে নাও

হৃদয়ের মাঝে আমি রেখেছি কারে

তুমি এসে যাও দেখে যাও,,

আমি যে তোমার কে

কাছে এসে নাও যেনে নাও

Khan Asifur Rahman Agun/Sabina Yasminの他の作品

総て見るlogo

あなたにおすすめ