menu-iconlogo
huatong
huatong
avatar

Eto Modhur Jhuti-Borhan

Khoka Babohuatong
🌸KHOKA🏌BABO🌸🇲.🇲.🇸huatong
歌詞
収録
ও ও ও ও ও ও ও

ও ও ও ও ও ও ও

এত মধুর ঝুটি

কেমনে হলো ছুটি

এত মধুর ঝুটি

কেমনে হলো ছুটি

ভাবিনি হবো জুদা......

ভেঙ্গে দিলে মনের আশা..

কোথায় গেলো ভালোবাসা

ও ও ও ও ও

কতনা যতনে রেখেছি এমনে

এই কথা বলবো কারে..এ...

এই দুঃখ বলবো কারে

জিবনে মরনে রবে আমার সনে

এই কথা দিয়েছিলে...এ...

কেমনে গেলে ভুলে

সাথিয়া.......আ..........

ভেঙ্গে দিলে মনের আশা

কোথায় গেলো ভালোবাসা

ও ও ও ও ও

কত নিশি জেগে আমার এ বুকে

রেখেছিলাম যতনে..এ..

সে কথা পড়েনা মনে..

আজ কেনো একেলা

আমায় ছেড়ে গেলা

নিষ্টুর তোমারই হিয়া....

কঠিন তোমারই হিয়া

সাথিয়া.......আ..........

ভেঙ্গে দিলে মনের আশা

কোথায় গেলো ভালোবাসা

ও ও ও ও ও

ধন দৌলতের জোরে

বিনা দূষি করে

শান্তি পাবেনা মনে....এ....

সুখি হবেনা জিবনে..

তোমারি কারনে

আমারই এই মনে

তুষের ই আগুন জ্বলে

কেমনে গেলে ভুলে

সাথিয়া.......আ..........

ভেঙ্গে দিলে মনের আশা

কোথায় গেলো ভালোবাসা

ও ও ও ও ও

এত মধুর ঝুটি

কেমনে হলো ছুটি

এত মধুর ঝুটি

কেমনে হলো ছুটি

ভাবিনি হবো জুদা........

ভেঙ্গে দিলে মনের আশা

কোথায় গেলো ভালোবাসা

ও ও ও ও ও

সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য

Khoka Baboの他の作品

総て見るlogo

あなたにおすすめ