menu-iconlogo
huatong
huatong
khurshid-alom-ajke-na-hoy-valobasha-cover-image

Ajke Na Hoy Valobasha

Khurshid Alomhuatong
rwinch61huatong
歌詞
収録
আজকে না হয় ভালোবাসো

আর কোন দিন নয়

ঐ প্রেমের দরজা খোলও না

কাল কি হবে জানি না

ঐ প্রেমের দরজা খোলও না

কাল কি হবে জানি না

আরে আজকে না হয় ভালোবাসো

আর কোন দিন নয়

তোমার আমার মাঝে কেন বাঁধা তুমি রাখো

একটু আদর করে আজ নতুন নামে ডাকো

আমায় একা রেখে যদি খিরকি বন্ধ করো

মনের খিরকি তোমার খুলে যাবে জানি আরও

স্বপ্নের রানী তুমি...

দাও না একটু অনুমতি

ঐ প্রেমের দরজা খোলও না

কাল কি হবে জানি না

আরে আজকে না হয় ভালোবাসো

আর কোন দিন নয়

মধুরও এই নীবিরে এক কামরায় দুজনে

বন্দি হয়ে গেলে বল ক্ষতি কি যে তাতে

শুনেছি এক সিংহ নাকি আছে আশে পাশে

আমায় খেয়ে ফেললে তুমি তখন পস্তাবে

দরজা খুলে দাও রাখো তুমার কাছেকাছে

ঐ প্রেমের দরজা খোলও না

কাল কি হবে জানি না

আরে আজকে না হয় ভালোবাসো

আর কোন দিন নয়

ঐ প্রেমের দরজা খোলও না

কাল কি হবে জানি না

আরে আজকে না হয় ভালোবাসো

আর কোন দিন নয়

Khurshid Alomの他の作品

総て見るlogo

あなたにおすすめ