menu-iconlogo
huatong
huatong
konok-chapa-ma-jononi-cover-image

Ma Jononi

Konok Chapahuatong
nini_star2huatong
歌詞
収録
মাগো, তোমার মতো লয় না কেহ

আমায় বুকে টানি

আঁচল দিয়া মোছে না কেউ

আঁচল দিয়া মোছে না কেউ

আমার চোখের পানি

হায় রে মা জননী আমার

হায় রে মা জননী

হায় রে মা জননী আমার

হায় রে মা জননী

চইলা গেলা কোন অজানায়

আমায় নিলা না

পথে পইড়া কান্দি আমি

নাই যে ঠিকানা

চইলা গেলা কোন অজানায়

আমায় নিলা না

পথে পইড়া কান্দি আমি

নাই যে ঠিকানা

জীবন আমার যাইবো কেমনে

জীবন আমার যাইবো কেমনে

একটুও ভাবোনি

হায় রে মা জননী আমার

হায় রে মা জননী

হায় রে মা জননী আমার

হায় রে মা জননী

অনাদরে কাটে মাগো

আমার এই জীবন

ভাগ্য দোষে রইলো বাবা

দূরেতে এখন

অনাদরে কাটে মাগো

আমার এই জীবন

ভাগ্য দোষে রইলো বাবা

দূরেতে এখন

তুমিও নাই, বাবাও নাই

তুমিও নাই, বাবাও নাই

দুঃখী আমি এমনই

হায় রে মা জননী আমার

হায় রে মা জননী

হায় রে মা জননী আমার

হায় রে মা জননী

মাগো, তোমার মতো লয় না কেহ

আমায় বুকে টানি

আঁচল দিয়া মোছে না কেউ

আঁচল দিয়া মোছে না কেউ

আমার চোখের পানি

হায় রে মা জননী আমার

হায় রে মা জননী

হায় রে মা জননী আমার

হায় রে মা জননী

Konok Chapaの他の作品

総て見るlogo

あなたにおすすめ