menu-iconlogo
huatong
huatong
avatar

তোরে পুতুলের মতো করে Tore Putuler Moto

Kumar Bishwajithuatong
micheseguinhuatong
歌詞
レコーディング

তোরে পুতুলের মতো করে সাজিয়ে

হৃদয়ের কোঠরে রাখবো

আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে

সারাটি জীবন ভরে দেখবো

আমি নেই নেই নেইরে

আমি নেই নেই নেইরে

যেন তোরই মাঝে হারিয়ে গেছি…

তোরে পুতুলের মতো করে সাজিয়ে

হৃদয়ের কোঠরে রাখবো

আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে

সারাটি জীবন ভরে দেখবো

তোর রিণিঝিণি কাঁকণের ছন্দ

র্নিঘুম স্বপ্নে বাজে রে

আর নন্দিত বাধনের শিহরণ

দু’চোখের জানালায় জাগেরে

তোরে রংধনু সাত রঙে রাঙিয়ে

ফুলদানী সাজিয়ে রাখবো

আর কপালেতে নীল টিপ পড়িয়ে

প্রেমেরই আল্পনা আকঁবো

আমি নেই নেই নেইরে

আমি নেই নেই নেইরে

যেন তোরই মাঝে হারিয়ে গেছি

তোর ভাবনার করিডোরে সারা দিন

হেঁটে হেঁটে যেন আমি মরেছি

আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায়

অধরেতে ঠাঁই করে নিয়েছি

তোরে বুকেরই কারাগারে চিরদিন

বন্দী করেই আমি রাখবো

আর শূন্য জীবনে আমারই

অনিমেষে জড়িয়ে রাখবো

আমি নেই নেই নেইরে

আমি নেই নেই নেইরে

যেন তোরই মাঝে হারিয়ে গেছি..

তোরে পুতুলের মতো করে সাজিয়ে

হৃদয়ের কোঠরে রাখবো

আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে

সারাটি জীবন ভরে দেখবো

আমি নেই নেই নেইরে

আমি নেই নেই নেইরে

আমি নেই নেই নেইরে

Kumar Bishwajitの他の作品

総て見るlogo

あなたにおすすめ

তোরে পুতুলের মতো করে Tore Putuler Moto by Kumar Bishwajit - 歌詞&カバー